রাতের বেলা গাছের ডালে
ভূতের ছানা খেলতো-
দিনের বেলা চোখ দুটি সে মেলতো।
খোঁনা গলায় নাকি সুরে
বাপ-দাদাকে ডাকতো-
সারা গায়ে ছাই মাটি ঝুল মাখতো।
সবাই মিলে মনের সুখে
মাছের মুড়ো চাখতো-
যখন পেটে দারুণ খিদে লাগতো।
রাতের বেলা ঝপাং ঝপাং
খালে ডিঙি বাইতো-
ঝাপুস ঝুপুস তালপুকুরে নাইতো।
আবোল তাবোল সুরে সুরে
কী যেন কী গাইতো-
পথের মানুষ এদিক-সেদিক চাইতো।
ভূতের ছানা দুষ্টু বেজায়
নাম জানো তার তোমরা?
ভূতং ভূতং ভোমরা।
মন্তব্য করুন