
ভর্তির যোগ্যতা :বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ভর্তি হতে এইচএসসি বা 'এ' লেভেল পরীক্ষায় বিজনেস স্টাডিজ, বাণিজ্য বা ব্যবসা প্রশাসন বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের আবেদন করতে নূ্যনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে। একই সঙ্গে এইচএসসিতে অ্যাকাউন্টিং বা বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থনীতি, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, মার্কেটিং বা পরিসংখ্যানের মধ্যে যে কোনো একটি বিষয়ে নূ্যনতম ৩.০০ থাকতে হবে। বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরাও বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে পড়তে পারবেন।
শিক্ষার্থীদের সুবিধা :
- জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, স্পেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ইন্টার্নশিপের সুযোগ;
- অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ শিক্ষক;
- কিংসস্টন ইউনিভার্সিটি লন্ডন, কভেন্ট্রি ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটির পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ।
বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে পড়াশোনা শেষ করে বিমানবন্দর অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এয়ার হোস্টেস, বিমানবন্দরে যাত্রীসেবা, ই-কমার্স, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকিটিংসহ জিডিএস প্রোগ্রামে বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করার সুযোগ আছে। তা ছাড়া মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স এমিরেটস, কাতার, গালফ, কুয়েত, ওমান, সাউদিয়াসহ অন্য যেসব এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে, সেগুলোতে কাজ করার সুযোগ রয়েছে।
যোগাযোগ: কলেজ অব এভিয়েশন টেকনোলজি,সেক্টর-১১, রোড-২, প্লট-১৪, উত্তরা। ফোন :০১৯২৬৯৬৩৬৫৩।
মন্তব্য করুন