
বাইক রাইডার গ্রুপটি তাদের তিন বছর বয়সে আগের সব স্বাধীনতা দিবসে নানা ধরনের আয়োজন করেছে। রক্তদান কর্মসূচি বা দরিদ্রদের পাশে দাঁড়ানোর মতো আয়োজন করেছে তারা। দলটির অন্যতম উদ্যোক্তা ব্যবসায়ী কাজী শাহেদ বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি আমরা। বান্দরবান যাত্রা পাহাড়ের মানুষের পাশে দাঁড়ানো তার একটি অংশ। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী একটি অনন্যসাধারণ ঘটনা। আমরা বছর জুড়ে বাইক রাইডের নানা আয়োজন করব। এর মধ্যে সাত বীরশ্রেষ্ঠর জন্ম জেলাগুলো আমরা বাইকিং করে স্পর্শ করব। তিনি আরও বলেন, আমরা ৫০ জন দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নেওয়ার চেষ্টা করব। বাইক রাইডার সংগঠনে রাইডার হিসেবে অন্যদের মধ্যে আছেন শাহান আলম, মো. আশ্রাফুজ্জামান ইমরান, ফজলে রাব্বী, মাহবুবুল হক, আমিনুল হক রনি প্রমুখ।
মন্তব্য করুন