বনানীতে আলোকচিত্র প্রদর্শনী

বনানীর মানসে ক্যাফে সঞ্চয়িতাতে হয়ে গেল 'আশাবাদের উৎস হোক শিল্প' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর পাশাপাশি ছিল শিল্পী সুমন পালের সিরামিক কালেকশনের এক অনবদ্য সংগ্রহ এবং বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন তানজিরাল দিলশাদ দিতান। ব্র্যান্ড মার্কেটিং থেকে বিজ্ঞাপন কিংবা ইভেন্ট, জনসংযোগের সবকিছুতে সমান পারদর্শিতা দেখিয়ে দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করেছেন তিনি।

মুসলিম কালেকশনে ফরমাল শার্ট

শীত উপযোগী কাপড়ে তৈরি ফরমাল শার্ট এনেছে মুসলিম কালেকশন। প্রাধান্য পেয়েছে লাল, সাদা, নীল, খয়েরি, হালকা সবুজ ও বেগুনি রং। শীতে ফরমাল শার্টের মধ্যে ডেনিম কাপড়ের শার্ট বেশ উপযোগী। এ ছাড়া কটন ফেব্রিক্সের কিছু শার্ট আনা হয়েছে। ক্যাজুয়াল শার্টের মধ্যে চেক ও একরঙা শার্ট- দুটি ধরনই পাওয়া যাচ্ছে। এ ছাড়া মুসলিম কালেকশনে পাওয়া যাচ্ছে- ফুলহাতা হুডি, ফুলহাতা টি-শার্ট, ফুলহাতা পলো শার্ট। ঠিকানা :৩০/৩১ জেলা পরিষদ মার্কেট (২য় তলা), কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০।

ইজিতে টি-শার্ট

ফ্যাশন হাউস ইজি এক্সক্লুসিভ কালেকশনে সব সময় এগিয়ে। এই শীতে ইজির সবক'টি আউটলেট সেজেছে নতুন সাজে। এবারের আয়োজনে রয়েছে রকমারি ফুল হাতা টি-শার্ট। ইজিতে আরও থাকছে ফুল হাতা পলো টি-শার্ট হুডি, জ্যাকেট ব্লেজার।

আর্ট-এর শীত আয়োজন

শীত উপলক্ষে ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে আর্ট। তাদের পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। তাদের নতুন কালেকশনে রয়েছে- ফুল হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবি।

ঢাকা রিজেন্সিতে বারবিকিউ ফিয়েস্তা

শীতকালীন গ্রিল ও ফ্রাই ফেস্ট 'ঢাকা রিজেন্সি বারবিকিউ ফিয়েস্তা' আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট 'গ্রিল অন দ্য স্কাইলাইন'-এ আয়োজনটি চলবে প্রতিদিন ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। লাইভ গ্রিল ও ফ্রাই স্টেশনের খাবারে লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের মেম্বাররা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ ছাড়। ফোন-০১৭১৩৩৩২৬৬১।

অ্যালিস স্মিথ স্কুলে ক্লাইম্বিং ওয়াল

মালয়েশিয়ার প্রথম অলাভজনক স্কুল হিসেবে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় অ্যালিস স্মিথ স্কুল। বাংলাদেশভিত্তিক প্রযুক্তি গ্রুপ ডটলাইনস দেশের ৫০তম স্বাধীনতার সঙ্গে সাদৃশ্য রেখে অ্যালিস স্মিথ স্কুলে ক্লাইম্বিং ওয়াল নির্মাণ করার জন্য স্পন্সর করেছে। প্রাচীরটির নামকরণ করা হয়েছে 'বাংলাদেশ ক্লাইম্বিং ওয়াল'।

ওয়েডিং কালেকশন নিয়ে আবায়া

বিয়ের মৌসুমে আবায়া অ্যান্ড গাউন হাজির হয়েছে তাদের ওয়েডিং কালেকশন নিয়ে। তাদের আবায়াতে মসলিনের ওপর জামদানি কাজ করছে। নিজস্ব ফ্যাক্টরিতে কারচুপি, এমব্রয়ডারি, কাটওয়ার্কের কাজ করছে। সেই সঙ্গে থ্রিডি ফ্লোরাল ওয়ার্কও করা হয়েছে। ওয়েব ঠিকানা : abayaandgown.com

মন্তব্য করুন