প্রান্তিক জনগোষ্ঠীকে ই-কমার্সের আওতায় আনার লক্ষ্যে ২০১৭ সালে যাত্রা শুরু করে প্রিয়বাজার ডট শপ (িি.িঢ়ৎরুড়নধুধৎ.ংযড়ঢ়)। প্রিয়বাজারে রয়েছে প্রায় এক লাখ ৪৫ হাজার নিবন্ধিত ক্রেতা, দুই শতাধিক ব্যবসায়ী অংশিদার। ইতিমধ্যে ২০টির বেশি জেলায় সরাসরি ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ব্যবসায়ী অংশিদারদের পণ্য তো রয়েছেই পাশাপাশি প্রিয়বাজারের নিজস্ব পণ্য ১১০টি। প্রিয়বাজারের তরুণ উদ্যোক্তা মুহাম্মাদ ইলিয়াস কাঞ্চন। ই-কমার্সকে প্রান্তিক মানুষের কাছে নিয়ে যেতে ব্যবসার পাশাপাশি 'নো ফুল স্টপ অন ড্রিমিং' স্লোগান নিয়ে অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ এবং সহায়তা কার্যক্রম নিয়ে কোচ কাঞ্চন ইনস্টিটিউট চালু করেছেন তিনি। প্রতিষ্ঠানটি থেকে লিডারশিপ, কমিউনিকেশন স্কিল, প্রফেশনালিজম, সেলিং ফ্যান্টাসি ইত্যাদি প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। ই-কমার্স ব্যবসায় আসা প্রসঙ্গে তরুণ এ উদ্যোক্তা সমকালকে বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে 'কেনাকাটায় প্রাপ্তির উচ্ছ্বাস' স্লোগানে যাত্রা শুরু করে 'প্রিয়বাজার'। মূলত বদলে যাওয়া ডিজিটাল দুনিয়ার সঙ্গে খাপ খাওয়াতে সম্ভাবনাময় ই-কমার্স ব্যবসায় আসেন তিনি। তিনি বলেন, প্রিয়বাজার ক্রেতা বা ভোক্তাবান্ধব একটি প্রতিষ্ঠান। ক্রেতা এখানে প্রচলিত ধারার চেয়ে অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। অনেক ক্ষেত্রে ক্রেতার সঙ্গে আমরা লাভের অংশ শেয়ার করি। প্রিয়বাজারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চার শতাধিক তরুণ উদ্যোক্তা যুক্ত হয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে। পরিবারে ভূমিকা রাখছে। আমরা শুরু থেকেই একটু ভিন্ন পথে হেঁটেছি। শহরে নয়, আমরা ফোকাস করেছি প্রান্তিক এলাকায় ই-কমার্সের সুবিধা পৌঁছে দিতে প্রিয়বাজারের ক্রেতাকে প্রচলিত ধারার চেয়ে অধিক সুবিধা দেওয়া এবং ক্রেতা-বিক্রেতাকে একসঙ্গে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কারণে প্রিয়বাজারকে শুধু স্টোর নয়, এক অভিনব সিস্টেম বলা হয়, যা প্রিয়বাজারের প্রধান বৈশিষ্ট্য ও বিশেষত্ব। প্রিয়বাজার প্রাথমিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। আর শহরের ক্রেতাদের জন্য প্রিয় বাজার ন্যাচারালস নামে একটা উইং চালু করেছে। যার মাধ্যমে গ্রামে তৈরি ও উৎপাদিত ভেজালমুক্ত পণ্য যেমন খাঁটি ঘি, গাভীর দুধ, মৌসুমি ফল, মধু ইত্যাদি ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা এমনভাবে পণ্য তালিকা প্রস্তুত করছি যেন সব শ্রেণির ক্রেতা এক ক্লিকেই প্রিয়বাজার থেকে সব প্রয়োজনীয় পণ্য পেতে পারেন। ইলিয়াস কাঞ্চন আইন বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। ফিল্ম এবং মিডিয়া বিষয়েও আগ্রহ রয়েছে তার। এজন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করছেন। এছাড়া অনলাইনে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন সাইকোলজিতে ক্লাস করছেন। মূলত ডিজিটাল দুনিয়ায় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে এগিয়ে যেতে নিজেকে হালনাগাদ রাখতে চান তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ই-কমার্স সেবাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সারাদেশে পাঁচ হাজার ১০০টি সেলস স্টোর বা ডেলিভারি হাব করবে প্রিয়বাজার, দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার এলে মাত্র ১ ঘণ্টায় ক্রেতার কাছে তুলে দিতে বদ্ধপরিকর হয়ে কাজ করছে প্রিয়বাজার, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রিয়বাজারের মাধ্যমে প্রায় লক্ষাধিক তরুণের কর্মসংস্থান নিশ্চিত হবে। পর্যায়ক্রমে দেশের বাইরেও সেবা পৌঁছে দেওয়ার ইচ্ছা আছে যা ই-কমার্স সেক্টরের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন