কনটেন্ট ক্রিয়েটর পারভেজ চোকদার ঘুরেছেন ১২ দেশ, স্বপ্ন বিশ্ব ভ্রমণ

কনটেন্ট ক্রিয়েটর পারভেজ চোকদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২:২১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২:২৩
‘ছোলেবেলা থেকেই ভ্রমণের নেশা। স্কুল থেকে যখন ট্যুরের আয়োজন হতো, আমিই থাকতাম প্রথম সারিতে।’
বলছিলেন ১২ দেশ ভ্রমণের অভিজ্ঞতা নেওয়া ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর পারভেজ চোকদার। ১৯৯৯ সালের ৫ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায় জন্ম তার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি নেশা তার ডিজিটাল কনটেন্ট বানানো। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে প্রতিবেদক হিসেবেও কাজ করছেন তিনি।
পারভেজ ইতোমধ্যে ভ্রমণ করেছেন কাতার, সৌদি আরব, জর্ডান, ওমান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইউনাইডেট আরব আমিরাত। স্বপ্ন দেখেন পুরো বিশ্ব ঘুরে দেখার।

২০১৭ সালে ইউটিউবে সিলভার বাটন অর্জন করেন। ইউটিউবে তার চ্যানেলে সাবস্ক্রাইবার চার লাখের বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে ফলো করেন ১৬ লাখেরও বেশি মানুষ।

কনটেন্টের আয় থেকে ভ্রমণের পাশাপাশি সহযোগিতা করেন সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষকে। ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর কাজেও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। গত বছর ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় বসবাস করা সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে খবরের শিরোনামে জায়গা করে নেন। আবার পঞ্চগড়ের স্তন ক্যানসারে আক্রান্ত ৫০ বছর বয়সী কুলসুম বেগমসহ গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়ান এই তরুণ।

ভ্রমণ পিপাসু এই কনটেন্ট ক্রিয়েটর একজন লেখকও। ২০২২ একুশে বইমেলায় প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ ‘নস্টালজিক’।
- বিষয় :
- ভ্রমণ
- কনটেন্ট ক্রিয়েটর