গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে কেক কাটার মাধ্যমে ভ্রমণ সহায়ক ও স্থানীয় গাইডদের সঙ্গী ট্যুর দেই ডটকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এতে উপস্থিত ছিলেন ট্যুর দেই ডটকমের টিম মেম্বার এস এম বেলাল, মনিরুজ্জামান পিয়াশ, এস এম ফুয়াদ, আব্দুল্লাহ এমডি হাসান, মুহিত, মাকমুন সাফা ও ইয়াসমিন প্রমুখ।

টেক্সোটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ট্যুর দেই ডটকমের সহ-প্রতিষ্ঠাতা এস এম বেলাল বলেছেন, ‘বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো—যেসব স্থান সম্পর্কে মানুষ এখনো তেমন একটা জানতে পারছে না, সেসব স্থানগুলোকে মানুষের সামনে নিয়ে আসা আমাদের একটি প্রধান লক্ষ্য। এছাড়া ওইসব স্থানের যেসব প্রসিদ্ধ পণ্য আছে, সেগুলো সম্পর্কেও মানুষ জানতে পারবে। এর ফলে ওই স্থানগুলোর অর্থনীতিতে সহায়তা হবে।’

এস এম বেলাল আরো বলেন, ‘ওইসব লুকোনো এলাকার যেসব ব্যক্তিরা গাইড হিসেবে কাজ করতে চান, তাদের ক্ষেত্রেও জীবিকা নির্বাহ করার সুযোগ থাকছে। এছাড়াও ওই গাইডদের নিজস্ব স্থানে থাকার সুযোগও থাকছে পর্যটকদের। এর ফলে গাইডরা যেমন অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারবেন, তেমনই সাশ্রয়ী মূল্যে অথবা ঝামেলাহীনভাবে পর্যটকরাও হোম-স্টে করতে পারবেন।’

বেলাল আরো বলেন, ‘আমাদের একটি সাইট (https://tourdei.com/) আছে। স্থানীয় গাইডরা, অথবা যারা আমাদের কনট্রিবিউটর হিসেবে থাকছেন, তারা তাদের নিজস্ব এলাকার বিভিন্ন ছবি বা ভিডিও ওই সাইটে প্রকাশ করবেন। এর ফলে যে কেউ ওই সাইটে গেলে মুহূর্তের মধ্যেই বিভিন্ন এলাকা সম্পর্কে জানতে পারবেন।’

ট্যুর দেই ডটকমের মাধ্যমে বিভিন্ন স্থানের তথ্য পাওয়া যাবে, সাথে পাবেন স্থানীয় গাইড। স্থানীয় গাইডদের মাধ্যমে দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন স্বাচ্ছন্দ্যে। সেখানে হোম-স্টে সুবিধাও থাকবে এবং থাকবে স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য কেনাকাটার সুযোগ-সুবিধা। এতে ট্যুরিস্টরা স্থানীয় পরিবেশ এবং স্থানীয় লোকজনদের বিভিন্ন বিষয় উপভোগ করার পরিপূর্ণ সুযোগ পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।