জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দক্ষিণ-পূর্ব কোণে পানিতে ভাসছে বিশাল জাহাজ। জাহাজের ভেঁপুর শব্দে সৃষ্টি হয়েছে একখণ্ড সমুদ্রের আবহ। ১৯১২ সালের ১৪ এপ্রিল প্রথম যাত্রায় ডুবে যাওয়া ঐতিহাসিক টাইটানিক জাহাজের নির্মাণশৈলী, নির্মাণগত ত্রুটি, ডুবে যাওয়ার কারণ ইত্যাদি বিষয়ে তরুণ প্রজন্মকে বৈজ্ঞানিক ধারণা দিতে বিজ্ঞান জাদুঘরে নির্মাণ করা হয়েছে এমনই একটি জাহাজ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণে মঙ্গলবার আয়োজিত শিশু সমাবেশে জাহাজটি উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এক কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্যের সুপারস্ট্রাকচারের জাহাজটি জাদুঘরের প্রদর্শনী বস্তু হিসেবে সংযোজিত হয়েছে। জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, এটিকে প্রথম দেখে মনে হবে বাস্তবের টাইটানিক জাহাজ।