আঞ্চলিক পর্যটন উন্নয়নের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রথমবারের মতো পাশ্ববর্তী দেশসমহের ট্যুর অপারেটরদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে। এই কর্মসচির অংশ হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নেপাল হতে ১১ সদস্যের একটি ট্যুরিজম প্রতিনিধি দল বাংলাদেশ ভ্রমণ করছে।

তিনিধি দলের নেতৃত্বে আছে নেপাল ট্যুরিজম বোর্ড এর সিনিয়র ডিরেক্টর নন্দিনী থাপা। এছাড়াও নেপাল এসোসিয়েশন অব ট্যুর এন্ড ট্রাভেল এজেন্ট (নাটা) এর প্রেসিডেন্ট আচ্যুত গোরাগাইন প্রতিনিধি দলের সাথে অংশগ্রহণ করছে। ০২ মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর ক্রিস্টাল বলরুমে এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মোকাম্মেল হোসেন।

এ সময় নেপালী ট্যুরিস্টদের জন্য বাংলাদেশে 'অন অ্যারাইভাল'  ভিসার  ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপাল দুতাবাস এর মান্যবর চার্জ ডি এফায়ার কুমার রায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর পরিচালক জনাব আবু তাহের মুহাম্মদ জাবের। ট্যুরিজম প্রোমোশন বিষয়ক কান্ট্রি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাবেদ আহমেদ। নেপাল প্রতিনিধি দলের পক্ষে কান্ট্রি প্রেজেন্টেশন উপস্থাপন করেন নেপাল ট্যুরিজম বোর্ড এর সিনিয়র ডিরেক্টর নন্দিনী থাপা। বিশেষ অতিথি তার বক্তব্যে বাংলাদেশের পর্যটন আকর্ষণের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান যা নেপাল বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেন।