ব্যবস্থাপনা ও কার্যক্রমে অসাধারণ প্রাতিষ্ঠানিক সাফল্যের জন্য আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) সনদ অর্জন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। অফিস ব্যবস্থাপনায় উৎকর্ষতা, দর্শক সেবায় সাফল্য, দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান অনুরাগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তা সৃজনের কারণে এ সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনিয়র সচিব জিয়াউল হাসান এ সনদ বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর কাছে হস্তান্তর করেন।
মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ২০২০ সালে বিজ্ঞান জাদুঘর আইএসও সনদের জন্য উদ্যোগ নেয়। বহুমুখী প্রশাসনিক সংস্কার কার্যক্রম, উন্নয়নমূলক কর্মতৎপরতা, শিক্ষার্থীবান্ধব নান্দনিক পরিবেশ এবং বহুমাত্রিক আধুনিকায়নের মাধ্যমে অনন্য আবহ তৈরি করা হয়েছে। বাংলাদেশের কনসালটেন্ট প্রতিষ্ঠান 'আর অ্যান্ড জি'-র মাধ্যমে যুক্তরাজ্যের খ্যাতনামা 'এজেএ ইউরোপ লিমিটেড' আইএসও সার্টিফিকেট দেওয়ার যাবতীয় অডিট করে। সম্প্রতি যুক্তরাজ্য থেকে আইএসও সনদটি বিজ্ঞান জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়।