- ভ্রমণ
- বড়দিনে প্রিয়জনকে পাঠাতে পারেন যেসব শুভেচ্ছা বার্তা
বড়দিনে প্রিয়জনকে পাঠাতে পারেন যেসব শুভেচ্ছা বার্তা

বড়দিন মানেই কেক, পিকনিক, একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং আনন্দ করা। এমন দিনের প্রতিটি মুহূর্তকেই সুন্দর আর উজ্জ্বল করে রাখতে ইচ্ছে করে সবারই। এই দিনটি প্রিয় মানুষের সঙ্গে প্রিয় মুহূর্ত কাটানোরও দিন। তাই দিনের শুরুটা একটু আলাদারকম না হলেই নয়। কিছু সুন্দর শুভেচ্ছাবার্তা দিয়ে প্রথমেই দিনের শুরুটা সাজিয়ে ফেললে সারাদিনই এর আমেজ বজায় থাকবে। বড়দিনে প্রিয়জনকে পাঠাতে পারেন যেসব বার্তা-
বড়দিন মানেই হালকা শীতের আমেজ গায়ে মেখে পরিবারের একান্তে সুন্দর সময় কাটানো, তোমায় ও তোমার পরিবারকে জানাই শুভ বড়দিন
পুণ্য উৎসবের দিনে যা কিছু খারাপ সব মুছে সুন্দর ও আনন্দময় হয়ে উঠুক জীবন, শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই তোমায়
বড়দিনের আলো তোমার মনও পৌঁছে যাক, এই আলোর ছোঁয়াই জীবনের প্রকৃত প্রাপ্তি, শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা
বড়দিনের মধুর সুর জড়িয়ে যাক তোমার জীবনের পরতে পরতে, জীবনের আগামী মুহূর্তগুলি সেই সুরের ছোঁয়ায় সুরময় হয়ে উঠুক, এমনটাই অন্তর থেকে কামনা করি, অনেক শুভেচ্ছা জানাই বড়দিনের
বড়দিনে ভেদাভেদ ভুলে পরস্পর পরস্পরকে ভালোবাসুক, এভাবেই যেন সুন্দর হয়ে ওঠে বড়দিন,অনেক অনেক শুভেচ্ছা জানাই দিনটির।
তোমাকে ও তোমার পরিবারকে জানাই বড়দিনের শুভেচ্ছা। বড়দিন ভালভাবে কাটুক এই কামনা করি।
এই বড়দিনে অন্ধকার কেটে আলো আসুক সবার জীবনে, রঙিন হয়ে উঠুক সকলের জীবন...শুভ বড়দিন
বড়দিনে তোমার জীবন হয়ে উঠুক ক্রিসমাস ট্রিয়ের মতো সুন্দর সুবজ, আর ভবিষ্যৎ হোক তারার মতো উজ্জ্বল...মেরি ক্রিসমাস
মন্তব্য করুন