খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‌'বড়দিন' বা 'ক্রিসমাস ডে''। দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। তাই বেশ কয়েকজন ফুটবল তারকার বড়দিন উদযাপন পোস্টে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই ফুটবলারদের তালিকায় আছেন মিশরের ফুটবলার মোহাম্মদ সালাহও। তবে বড়দিন উদযাপন করায় মুসলিম ভক্তদের রোষানলে পড়তে হয়েছে এই লিভারপুল ফরোয়ার্ডকে।

সালাহ নিজে একজন মুসলিম। তারপরও বড়দিন উপলক্ষে ইনস্টাগ্রাম ও টুইটারে শুভেচ্ছাবার্তা জানান সালাহ।  স্ত্রী ম্যাগি, দুই সন্তান মাক্কা ও কায়ানের সঙ্গে নিজের হাস্যজ্জ্বল ছবি পোস্ট করেন এই ফরোয়ার্ড।

সেই ছবির নিচে একজন মন্তব্য করেন, 'আমি একজন লিভারপুল সমর্থক। কিন্তু এখন থেকে ক্লাবকে সমর্থন করা বন্ধ করে দেব কারণ আপনি খ্রিস্টানদের সঙ্গে বড়দিন উদযাপন করছেন। আপনি একজন ভক্ত হারিয়েছেন সালাহ। বিদায়!'

আরেকজন লেখেন, 'রিয়াল মাদ্রিদ ভক্ত হয়েও আমি আপনাকে ভালোবাসি সালাহ। আপনাকে একজন দুর্দান্ত খেলোয়াড় হিসেবেই দেখি এবং আপনি আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন। তবে এই টুইটের পর, আমি আপনাকে আর নিজের আদর্শ মনে করি না।'

আগামীকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে  অ্যাস্টন ভিলার বিপক্ষে নামবে লিভারপুল। সেই ম্যাচে শুরুর একাদশেই থাকছেন সালাহ।