- ভ্রমণ
- পাঁচ বছরে পর্যটন খাতে আয় ১৩ হাজার কোটি
সংসদে প্রতিমন্ত্রী
পাঁচ বছরে পর্যটন খাতে আয় ১৩ হাজার কোটি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী (ফাইল ফটো)
পাঁচ বছরে দেশে এসেছে প্রায় ২০ লাখ পর্যটক। এতে আয় হয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা। জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
রোববার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। এর আগে বিকাল পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সরকার দলীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, পর্যটন খাতে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এর মধ্যে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশে আসে ১৯ লাখ ৯১ হাজার ২৩০ জন পর্যটক। এতে সরকারের রাজস্ব আয় হয় ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা।
এর মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ ছয় লাখ ২১ হাজার ১৩১ জন পর্যটক এসেছে। এতে তিন হাজার ২২০ কোটি ৫৮ লাখ টাকার রাজস্ব আয় হয়।
মন্তব্য করুন