- ভ্যালেনটাইন্স
- 'একটা ফুল নেন একটা ফুল'
'একটা ফুল নেন একটা ফুল'

বয়স আট। পড়ে তৃতীয় শ্রেণিতে। এই বয়সে দারিদ্র্যের কশাঘাত সম্পর্কে তার ধারণা থাকার কথা নয়। বুঝুক আর না বুঝুক তার সঙ্গে এমনটাই ঘটেছে।
সংসারের অভাব ঘোঁচাতে বাবার সঙ্গে ফুল বিক্রি করতে রাস্তায় নেমেছে মোরছালিন। শহরের ফুটপাতে বসে পাশ দিয়ে হেঁটে চলা মানুষের কাছে তার আবদার- 'একটা ফুল নেন, একটা ফুল। দেখেন আমার ফুলগুলো খুবই টাটকা।'
সবাই ফুল না কিনলেও কেউ কেউ কেনে। কেউবা ফিরেও তাকায় না। এর মধ্যে এমন মানুষও আছেন, যিনি একটি ফুল কিনে ফুলের মতো শিশুটির হাতে তুলে দেন দামের অতিরিক্ত টাকা।
গতকাল রোববার দুপুরের দিকে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথা এলাকায় ফুটপাতে বসে মোরছালিনকে ফুল বিক্রি করতে দেখা যায়। তার বাড়ি উপজেলার বরন গ্রামে। বাবার নাম ইউসুফ আলী।
মোরছালিন জানায়, স্কুল বন্ধ থাকায় বাবাকে সহযোগিতা করতে দোকানে বসে আছে। প্রতিটি রজনীগন্ধার স্টিক ২০ টাকা, স্টারফুল ১০ টাকা, চন্দ্রমল্লিকা ১০ টাকা ও গোলাপের কলি প্রকারভেদে ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছে।
মোরছালিনের বাবা বলেন, সারা বছরের মধ্যে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুই দিন ফুল বিক্রি করে থাকেন। এ বছর ফুলের দাম বেশি হওয়ায় লাভের আশা কম। ক্রেতাদের ভিড় থাকলে কিছুটা লাভ হয়। এ বছর কী যে হয় তা বলতে পারছেন না। শিশু ছেলেকে নিয়ে ফুল বিক্রি করছেন কেন- জানতে চাইলে বলেন, অনেকেই ফুল নিয়ে টাকা দিতে চায় না। সঙ্গে ছেলে থাকলে সেই সুযোগ কেউ নিতে পারে না।
মন্তব্য করুন