লেখক কলিন হউক বলেছেন, 'প্রেম ক্ষণস্থায়ী। এটি একটি সংক্ষিপ্ত স্ম্ফুলিঙ্গ, যা আকাশে শিখায়, কেবল মহাকাশের অন্ধকারে ছড়িয়ে পড়ার জন্য মহিমান্বিত এক ঝাঁকুনিতে ফেটে যায়।' আপনি কি নিরুৎসাহিত বোধ করছেন? ভালোবাসা সম্পর্কে মানুষের বিভিন্ন ধারণা থাকে। বর্তমান সময়ের তরুণ-তরুণীদের ভালোবাসার সম্পর্কগুলো ক্ষণস্থায়ী হয় বলে মনে করেন অনেকেই। ক্যাম্পাস আড্ডায় হঠাৎ দেখা হয়ে গেল পরিচিত জুটি রাহি ও ইমির সঙ্গে। কুশল বিনিময়ের পর হঠাৎ করে প্রশ্নটি করে ফেললাম- 'প্রেম আমাদের ওপরে পড়ে, না আমরাই প্রেমের ওপরে পড়ি'- দু'জন কিছুক্ষণ পর যে উত্তরটি দিলেন তা হচ্ছে, 'প্রেম বোধ হয় আমাদের ওপরেই পড়ে। কারণ, অনেক দিন একসঙ্গে পড়াশোনা করলেও আমরা শুধু ভালো বন্ধু ছিলাম। কখনও প্রেমের কথা মাথায় আসেনি। কিন্তু হঠাৎ ক্লাসের একটি অ্যাসাইনমেন্ট করতে গিয়ে দু'জনে আবিস্কার করলাম- আমরা একে অন্যকে ভালোবাসি।'

'শীত-হেমন্তের শেষে বসন্তের দিন, আবার তো এসে যাবে; এক কবি-তন্ময়, শৌখিন- আবার জন্ম নেবে তোমাদের দেশে।' কবি জীবনানন্দ দাশের এই কবিতার মতোই হেমন্তের পাতাঝরা দিন শেষে পলাশ-শিমুলে ভর করে বসন্ত আগমন ঋতু-বৈচিত্র্যের এ দেশে সবার মনকে প্রফুল্ল করে তোলে। আজ পহেলা ফাল্কগ্দুন আর ভালোবাসা দিবস। যাজক সেন্ট ভ্যালেন্টাইনের মন্ত্র আজ ছড়িয়ে পড়েছে পৃথিবীময়। ভালোবাসার মন্ত্র জপেই আসতে পারে এই অশান্তিময় পৃথিবীতে শান্তি- বলছিলেন নাট্যকলার শিক্ষার্থী রাজন। 'রাখ তোর ভ্যালেন্টাইন। এসব হচ্ছে পাশ্চাত্যের অবাধ পণ্যায়ন প্রক্রিয়ার আরেক কারসাজি। ভালোবাসি শব্দটি বলতে আবার দিবস লাগে নাকি?' পাল্টা আক্রমণ করে ভালোবাসা দিবসের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে বসলেন জিসান। এরই মধ্যে আড্ডার মধ্যমণি হয়ে বসে পড়েছেন মামুন। 'ভাই, আমার এক কথা- আমি কোনো ভালোবাসাবাসির মধ্যে নেই এবং এ নিয়ে কোনো তর্কের মধ্যেও নেই। যার ইচ্ছা ভালোবাসো, যার ইচ্ছা ভালোবেসো না। এটা তো সহজ ব্যাপার'- বলেই গুনগুন করে সুর বাজাতে লাগলেন তিনি। কিন্তু ভালোবাসার সম্পর্কগুলো এত মধুর হয়ে শুরু করে কেন অল্পতেই বিষাদে পরিণত হচ্ছে? এ প্রশ্ন ছুড়ে দিতেই আড্ডার আরেক সঙ্গী সাবিহার উত্তর- পারস্পরিক শ্রদ্ধাবোধটাই আসল। আমাদের মাঝে সে শ্রদ্ধাবোধটা থাকে না বলেই সম্পর্কগুলো টিকে থাকে না। তা প্রেমিক-প্রেমিকাই হোক কিংবা বন্ধুত্ব। আমরা সম্পর্কের মাঝে সবকিছু একে অন্যের ওপর চাপিয়ে দিতে চাই, যা ঠিক নয়। দু'জন মানুষের ভালোবাসার মাঝেও প্রত্যেকেরই একটি আলাদা জগৎ থাকে, যেখানে তাকে স্বাধীনতা দিতে হয়। আর অবশ্যই থাকতে হবে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এতে সম্পর্ক অটুট থাকে। তাহলেই ভালোবাসা হবে মধুর আর নিখাদ। একটা সময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় থাকত সবাই। নিয়মিত যোগাযোগ না হলেও পত্রের অন্য রকম আবেগ ছিল। এখন নিয়মিত দেখা-যোগাযোগ হলেও সেই পুরোনো আবেগ-অনুভূতি নেই। ছোট ছোট সম্পর্ক যত্নের অভাবে দূরত্ব তৈরি হয়। সাবিহার কথায় সম্মতি জানিয়ে অমিত বললেন, 'হ্যাঁ, এটা ঠিক যে ভালোবাসার সম্পর্কগুলো ইদানীং বেশ দারুণভাবে শুরু হয়ে অল্পতেই ভেঙে যাচ্ছে। অধিক চাহিদা, খুব ক্যারিয়ারমুখী বা বিমুখ আর শ্রদ্ধাবোধের অভাবটাই এর মুখ্য কারণ বলে আমি মনে করি।' তবু সম্পর্কের স্থায়িত্ব যেমনিই থাকুক, নিখাদ অনুভূতিময় হোক সবার জীবন। একাকিত্ব যেন কাউকে ক্লান্ত না করে। ভালোবাসাকে সঙ্গী করে মন ও মননের নিঃশর্ত জীবনতৃষ্ণা মিটিয়ে কাটুক সময়। যেমনটা কবি জীবনানন্দ বলেছেন,
"তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে ব'সে এসে
চোখ পাল্টায়ে কয়:বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?"

বিশ্বজুড়ে, বিশ্ব ঘুরে 'ভ্যালেন্টাইনস ডে' ছুঁয়ে যায় ক্যাম্পাসের হৃদয়কেও। 'ভ্যালেন্টাইনস ডে' শুধু রাজকুমার-রাজকুমারীর প্রেমের কাছে আবদ্ধ নয়, বন্ধুত্বের ভালোবাসা এ দিনটিকে নিয়ে গেছে আরেক উচ্চতায়। যান্ত্রিক হয়ে উঠছে মানুষের জীবন। তবু প্রেম আগের মতোই জীবন্ত, সবুজ প্রাণচাঞ্চল্যে ভরপুর। ক্লাসের পড়াশোনা থেকে শুরু করে ক্যান্টিনের আড্ডা, চায়ের কাপের ধোঁয়া, নোট-ক্লাস লেকচার-শিক্ষকের স্নেহ, সবকিছুর মধ্যেই ভালোবাসার স্পর্শ। সম্পর্কের মধ্যে শ্রদ্ধাবোধ বাড়ুক, মনের মাঝে হাওয়া লাগুক। কবিগুরুর সঙ্গে শুরে সুর মিলিয়ে চলুন গাই- 'ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
আমার আপনহারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ।'