- ভ্যালেনটাইন্স
- ভালবাসার দিনে 'হার মানা হার' নিয়ে এলেন আরিফ ও সুমী
ভালবাসার দিনে 'হার মানা হার' নিয়ে এলেন আরিফ ও সুমী

ভালবাসা দিবসকে কেন্দ্র করে প্রযোজনা সংস্থা সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পেয়েছে শিল্পী সুজন আরিফ ও সুমী শারমীনের নতুন গান ‘হার মানা হার’। গানটির কথা লিখেছেন গুঞ্জন রহমান।
এ গানের সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সুমি শারমিন।
গানটি প্রসঙ্গে সুজন আরিফ বলেন, ‘দারুণ একটি গান হয়েছে ‘হার মানা হার। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’ আর সুমী জানালেন, "গান আমার ছোটবেলার ভালবাসা,সাথী। মাঝে একটা বিরতি পড়েছিল ব্যাক্তিগত কারণে। তবে এখন থেকে আবার নিয়মিতভাবে গান গাইবো।
হার মানা হার' আমার সেই নিয়মিত হবার শুরু। আরিফ এবং আমার দ্বৈত গানটি সবার ভালো লাগবে বলেই আশা করছি।"
এ গানের ভিডিও তৈরি করেছেন সেলিম রেজা। সাউন্ডটেকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখা ও শোনা যাবে গানটি
মন্তব্য করুন