- ভ্যালেনটাইন্স
- যশোরে ভুয়া সেনা সদস্য আটক
যশোরে ভুয়া সেনা সদস্য আটক

যশোরে স্বপন কুমার দাস ওরেফে মামুন ওরফে সুমন ঘোষ (৩২) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।
গত ২৩ মার্চ কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি মাইকেল মধুসুধন পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
আটক ভুয়া সেনা সদস্য হলেন যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের ভোলানাথ দাসের ছেলে। সে বর্তমানে বসবাস করেন মনিরামপুর উপজেলার নাদরা কালার হাট গ্রামে।
বৃহস্পতিবার বিকেলে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রূপন কুমার সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিবি জানায়,২১ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ অজ্ঞাতনামা ব্যক্তি সেনা সদস্যের পরিচয় দিয়ে অভয়নগরের শিউলী রানী দাস ও ঝিকরগাছার পপি বেগমকে মিস কলে পরিচয়ের মাধ্যমে সদর উপজেলার বসুন্দিয়া ও রূপদিয়া এলাকায় ডেকে নেন সুমন। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি সেনাসদস্য হিসেবে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন মেয়েদের মোবাইল নাম্বার সংগ্রহ করত। মিসকলের মাধ্যমে পরিচিত হয়ে কারও বন্ধু, ভাই, ছেলে সেজে প্রতারণা করে দেখা করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যেত।
মন্তব্য করুন