কেরানীগঞ্জে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: সমকাল
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০১:৫৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০১:৫৩
কেরানীগঞ্জে আইটি/হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঝিলমিলে স্থাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ভারতীয় হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এ দেশকে ডিজিটাল করা সম্ভব হয়েছে। আমরা আজ খুবই আনন্দিত একারণে যে, কেরানীগঞ্জে আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। এর মাধ্যমে আইটি ইন্ডাষ্ট্রিতেও এখন কেরানীগঞ্জবাসী অবদান রাখার জন্য প্রস্তুত হলো।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার সময় অনেকে বিদ্রুপ করেছেন। অথচ এখন এই ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, এখন বাস্তবতা। মুজিববর্ষে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শতভাগ এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌছে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘কেরানীগঞ্জে হাইটেক পার্ক স্থাপন সম্পন্ন হলে এই এলাকার ছেলেরা গতানুগতিক ব্যবসা-বাণিজ্যর বদলে অনলাইনে কাজ করে ডলার উপার্জন করতে পারবে। যা এই দেশের আর্থ-সামাজিক পরিবেশের ব্যাপক পরিবর্তন আনবে।’
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২টি জেলার হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার লোন দিচ্ছে। বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) নামীয় আরেকটি প্রকল্পের আওতায় বাংলাদেশের ছয়টি সফটাওয়্যার টেকনোলজি পার্ক, হাই-টেক পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে প্রদানের জন্য বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে। এখান থেকে আগামী দুই বছরে ২৪০০ জন প্রশিক্ষণ নেবে। ইন্টারনেট অব থিংস মেশিন লার্নি, রোবোটিক্য্র, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক্সটেনডেড রিয়েলিটিসহ অন্যান্য উচ্চতর বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।’
তিনি বলেন, ১প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইসিটি খাতে যথাযথ অবকাঠামো গড়ে ওঠার কারণে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির অধিক। সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ৫০০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে। গ্রাম পর্যন্ত ব্রড ব্যান্ড ইন্টারনেট সেবা পৌছে গেছে। এখন ডলার উপর্জনের জন্য কেরানীগঞ্জবাসীকে ইউরোপ-আমেরিকা-মধ্যেপ্রাচ্য যেতে হবে না। কেরানীগঞ্জের মাটিতে বসেই মেধা খাটিয়ে কম্পিউটার ব্যবহার করে ডলার আয় করতে পারবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুনসহ প্রমুখ।
কেরানীগঞ্জে হাই-টেক পার্কটি ৩.২৭২ একর জমির ওপর ঝিলমিল আবাসিক প্রকল্পে হবে। সেখানে একটি সাত তলা বিশিষ্ট মাল্টিটেনেন্ট ভবন (ষ্টিল স্ট্রাকচার) হবে। একটি সিনেপ্লেক্স ভবনও নির্মাণ করা হবে।