ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ফরিদপুরে বিপুল ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৪

ফরিদপুরে বিপুল ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৪

ছবি: গোয়েন্দা পুলিশের সৌজন্যে

ফরিদপুর অফিস

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০৩:১৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০৩:১৪

ফরিদপুরে পৃথক স্থান থেকে ৫০০ পিস ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিলসহ চার জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার রাতে তাদেরকে আটক করা হয়। 

পুলিশ জানায়, জেলার বোয়ালমারী উপজেলার উত্তর শিবপুর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই উপজেলার বারখাদিয়া গ্রামের শাহাবুদ্দিন কাজীর ছেলে এনায়েত ওরফে এ্যানী কাজী ও মাদারীপুর জেলার দুর্গাবতী গ্রামের মতলেব খানের ছেলে সুজন খানকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ পরিদর্শক মো. মাহাবুল করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অপরদিকে ফরিদপুর সদরের বেড়ীবাঁধ এলাকায় একটি অটোরিকশা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ ঈশাণগোপালপুর গ্রামের আব্দুল শেখ এর ছেলে লিটন শেখকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে তাদের বসতবাড়ি থেকে আরও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় লিটনকে মাদক ব্যবসার অর্থ যোগানদাতা তার আপন ভাই শহিদ শেখকেও আটক করে পুলিশ।

এ ঘটনায় উপ-পরিদর্শক আব্দুর রহিম মোল্যা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

×