স্বামীর গোপনাঙ্গ কর্তন, সন্দেহ পরকীয়া

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০৫:৪৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০৫:৪৬
সাতক্ষীরার পাটকেলঘাটায় অন্য নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে এমন সন্দেহ করে স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারশা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্ত্রী শারমিন বেগমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী মেহেদী হাসান বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাটকেলঘাটা থানার ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, সাত বছর আগে ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে মেহেদীর সঙ্গে বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়লের মেয়ে শারমিনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পরকীয়া সম্পর্ক নিয়ে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। সোমবার রাতে মেহেদী ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে নেন শারমিন।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান জানান, গ্রেপ্তার শারমিন জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মেহেদির বাবা নওয়াব আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।