ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত মো. আলমগীর মণ্ডল/ ছবি- সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০৯:১৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ১৪:০৮

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্য কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সাঘাটা উপজেলার উত্তর দীঘলকান্দি গ্রামের মো. শুকুর আলীর মেয়ে সুমি আক্তারের সঙ্গে একই গ্রামের জোব্বার মণ্ডলের ছেলে মো. আলমগীর মণ্ডলের ২০১৫ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। সুমিকে নিয়মিত মারপিট করতেন তার স্বামী আলমগীর। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ২১ জুন রাতে আলমগীর মারপিট করেন সুমিকে। এতে সুমি গুরুতর আহত হয়ে মারা যান। 

এ ঘটনার পরেরদিন সুমির বাবা শুকুর আলী চারজনকে আসামি করে সাঘাটা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন। রায়ে অন্য তিন আসামিকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স সমকালকে জানান, আলমগীর মণ্ডলের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন। বাকি তিন আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন। 

আরও পড়ুন

×