ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কমিউটার ট্রেন

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কমিউটার ট্রেন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ১২:১০ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ১২:৩০

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে জামালপুর কমিউটার ট্রেনটি। লাইন কাটা থাকায় স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি থামান।

মঙ্গলবার সকালে ময়মনসিংহের ত্রিশালে কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালিরবাজার এলাকার ফাতেমানগর স্টেশনের এক জায়গায় রেল লাইন কাটা দেখতে পান স্থানীয়রা। দুর্ঘটনার আশঙ্কায় সেখানে উপস্থিত লোকজন লাল কাপড় উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হন। এতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে রেল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ফাতেমানগর স্টেশনের স্টেশন মাস্টার আলমগীর হোসেন বলেন, লাইন ৮ ইঞ্চি কাটা ছিল। রেল প্রকৌশলীদের মতে অল্প গতিতে চললে এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে না। তবে সতর্কতা অবলম্বন করা উচিত।  

আরও পড়ুন

×