কুলাউড়ায় পুলিশের বাড়ি থেকে গরু চুরি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২২ | ০১:১৩ | আপডেট: ১৩ মে ২০২২ | ০১:১৩
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের এক এসআইয়ের বাড়ির গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। গত মঙ্গলবার ভোররাতে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গরু চুরির ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের বাড়ি থেকে গরু চুরির ঘটনাটি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা কক্সবাজারের উখিয়া থানার এসআই সজিব দেব রায় ও তার বড় ভাই সিদ্ধার্থ শংকর দেব রায়ের বাড়ির গোয়াল ঘর থেকে ষাঁড়সহ তিনটি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র।
পরদিন (বুধবার) সকালে সিদ্ধার্থ শংকর গোয়াল ঘরে গরু ছাড়তে গেলে গরু চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি। পরে ব্রাহ্মণবাজারের ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করে থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
সিদ্ধার্থ শংকরের দাবি, ষাঁড়সহ গরু তিনটির বাজার দর অন্তত ২ লাখ টাকা হবে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গরু উদ্ধারসহ চোরদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।