ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নাতির মৃত্যু, দাদা আহত

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নাতির মৃত্যু, দাদা আহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২২ | ০২:১৪ | আপডেট: ১৩ মে ২০২২ | ০২:১৪

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হৃদয় নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দাদা মনছুর আলী (৭৫) আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত শিশু হৃদয় উপজেলার শ্রীপুর গ্রামের রবিউল ইসলামে ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

এসএম মঈনুদ্দীন বলেন, শুক্রবার সকাল থেকে এলাকায় বৃষ্টি হচ্ছিল। দাদা ও নাতি মিলে তাদের বাড়ির পাশে নিজেদের পুকুরে মাছ ধরতে যায়। এসময় তাদের উপর বজ্রপাত পড়ে। এতে ঘটনাস্থলেই নাতি হৃদয় মারা যায়। এছাড়া দাদা মনছুর আলীও আহত হন

তাদের দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। মনছুর আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া হৃদয়ের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×