ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

খুলনায় দেয়ালধসে তিন শিশু আহত

খুলনায় দেয়ালধসে তিন শিশু আহত

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২২ | ০২:৩৮ | আপডেট: ১৩ মে ২০২২ | ০২:৩৮

খুলনায় শুক্রবার দুপুরে বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে তিন শিশু আহত হয়েছে। আহত শিশু তামিমকে বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর ২ শিশু ইয়ামিন ও রাব্বীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নগরীর বয়রা এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অফিসের পেছন দিকের দেয়াল জরাজীর্ণ হয়ে গেছে। সেই দেয়াল সংস্কার করার জন্য সম্প্রতি দুই পাশের প্লাস্টার খুলে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, দেয়ালটি সংস্কারকাজ করা হচ্ছিল। দুপুরের দিকে হঠাৎ করে প্রায় ১০০ ফুট দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের পাশে খেলাধুলা করা অবস্থায় ৩ শিশু আহত হয়। ওজোপাডিকোকে দ্রুত জরাজীর্ণ দেয়াল সংস্কার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×