ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

৭৬০ টাকায় কেনা তেল ৯৮৫ টাকায় বিক্রি, জরিমানা ২ লাখ

৭৬০ টাকায় কেনা তেল ৯৮৫ টাকায় বিক্রি, জরিমানা ২ লাখ

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২২ | ০৮:০৭ | আপডেট: ১৩ মে ২০২২ | ০৮:০৭

চট্টগ্রাম নগরের চৌমুহনী কর্ণফুলী মার্কেটে ৭৬০ টাকায় কেনা সয়াবিন তেল ৯৮৫ টাকায় বিক্রির তথ্য প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।

শুক্রবার চৌমুহনী কর্ণফুলী মার্কেটের মজুমদার স্টোরে অভিযান চালাতে গিয়ে এমন প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি থেকে গোপনে মজুদ করে রাখা দুই হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। বিক্রিতে অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ সমকালকে বলেন, 'চৌমুহনী কর্ণফুলী মার্কেটের মজুমদার স্টোরে অভিযান চালিয়ে আগে ৭৬০ টাকায় কেনা সয়াবিন তেল (৫ লিটার) ৯৮৫ টাকায় বিক্রির সময় হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি থেকে গোপনে মজুদ করে রাখা দুই হাজার লিটার তেল জব্দ করা হয়। অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এছাড়াও ওই এলাকার রশিদ অ্যান্ড ব্রাদার্সে এক লিটারের প্রায় তিনশ বোতল তেল উদ্ধার করা হয়েছে। এ কারণে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে তেল মজুদকারবারীদের বিরম্নদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।'

অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও নাসরিন আক্তার। অভিযানে এপিবিএন এর সদস্যরা সহায়তা করেন।

আরও পড়ুন

×