ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

পিরোজপুরে ১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

পিরোজপুরে ১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

জব্দ করা তেল খোলাবাজারে লিটারপ্রতি ১৬০ টাকায় বিক্রি করা হয়/ সমকাল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২২ | ০৮:১০ | আপডেট: ১৩ মে ২০২২ | ০৮:২২

পিরোজপুরের নাজিরপুরে জব্দকৃত ১০ হাজার ১০৪ লিটার সয়াবিন তেল ১৬০ টাকা লিটার দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে। 

আজ শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জব্দকৃত তেল খোলাবাজারে বিক্রি করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরে উপজেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে মজুত করা ১০ হাজার ১০৪ লিটার সয়াবিন তেল জব্দ করে।

এ সময় নিত্যপ্রয়োজনীয় খাদ্র দ্রব্য, অবৈধভাবে ভোজ্যতেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রয় এবং বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় বন্দরের চার মুদি দোকানিকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। তিনি বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর বাজারে অস্থিরতার সুযোগে বন্দরের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুত ও বেশি দামে বিক্রয় করছেন- এমন খবর পেয়ে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, শুক্রবার খোলাবাজারে লিটারপ্রতি ১৬০ টাকা করে সয়াবিন তেল পেয়ে সাধারণ ক্রেতারা খুশি। তারা লাইনে দাঁড়িয়ে তেল কিনে নেন।

আরও পড়ুন

×