চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ মে ২০২২ | ১০:২৭ | আপডেট: ১৪ মে ২০২২ | ০২:১৭
চিত্ত প্রসাদ তালুকদার। বর্ষীয়ান এই অধ্যাপকের বয়স পেরিয়েছে নব্বইয়ের কোটা। চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলেন ১৯৪২ সালে। ১৯৪৬ সালে বিএ পাস করেন। আট দশক পর হুইলচেয়ারে বসে এসেছেন প্রিয়জনদের খোঁজে। বার্ধক্যের জীর্ণতা মাড়িয়ে ছুটে এসেছেন শৈশবের মধুমাখা দিনগুলো ফিরে পেতে। তাঁর মতোই তারুণ্যের দুরন্তপনার সঙ্গীদের খুঁজে পেতে এসেছেন অনেকে। দিনভর মেতেছেনে আড্ডায়, স্মৃতি রোমন্থনে। সুখ-দুঃখের আলাপে জুড়িয়েছে প্রাণ। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের নেভি কনভেনশন সেন্টারে এই পুনর্মিলন উৎসবের আয়োজন করেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এই আয়োজনে অংশ নেন প্রায় দুই হাজার ২০০ শিক্ষার্থী।
পুনর্মিলনীর উদ্বোধন করেন কলেজের সবচেয়ে বর্ষীয়ান সাবেক শিক্ষার্থী চিত্ত প্রসাদ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও কলেজের সাবেক শিক্ষার্থী আহমদ কায়কাউস। উদ্বোধন অনুষ্ঠানে কাঁপা কাঁপা গলায় চিত্ত প্রসাদ তালুকদার বলেন, 'এখন হাঁটতে পারি না। দাঁড়াতেও পারি না। আমার একজন সঙ্গীকেও আজ আর দেখছি না। ছাত্রজীবনে শ্রেষ্ঠ শিক্ষকদের ভালোবাসা পেয়েছি। আর আজ ছাত্রছাত্রীদের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ।'
সাবেক শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, 'ওনাকে দেখে খুব ভালো লাগছে। উনিও আমাদের কাছে পেয়ে ভীষণ খুশি।'
নেভি কনভেনশন সেন্টারে কলেজের আবহ আনতে প্রশাসনিক ভবন, রেড বিল্ডিংসহ বিভিন্ন ভবনের বিশাল আকারের ছবি স্থাপন করা হয়। সেসব ছবির সামনে সাবেক শিক্ষার্থীরা জড়ো হয়ে তুলেছেন ছবি।
অনুষ্ঠানে অতীত দিনের স্মৃতিচারণ করেন কলেজের সাবেক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এ ছাড়া ব্যবসায়ী শিল্পগোষ্ঠী এ কে খান গ্রুপের সালাউদ্দিন কাশেম খান, সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিম, সাবেক সচিব মো. নাসির উদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার, দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ডা. জসিম উদ্দিন চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়ূয়াসহ অনেক শিক্ষার্থী স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে 'অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতা' দেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাসান। অনুষ্ঠানে পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী আলী আহমদ ও সদস্য সচিব এস এম আবু তৈয়ব বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন সমন্বয়ক একরামুল করিম।
- বিষয় :
- চট্টগ্রাম
- পুনর্মিলনী
- ভিন্ন স্বাদের খবর