ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

 সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২২ | ০৪:৩২ | আপডেট: ১৭ মে ২০২২ | ০৪:৩২

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শাহজাদপুরের শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তার প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন।

আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান শাস্তির বিষয়টি নিশ্চিত করেন। নথি থেকে জানা যায়, পরকীয় প্রেমের জেরে শাহজাদপুরের বাড়াবিল গ্রামের জেলহকের ছেলে মনিরুলকে গত ২০১৯ সালের ৩ জুন পরিকল্পিতভাবে ঘুমের ওষধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করেন স্ত্রী মুক্তি খাতুন ও তার প্রেমিক সাইফুল। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন।  মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

আরও পড়ুন

×