আ’লীগ নেতাকে মারধর করে টাকা ছিনতাই

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৭ মে ২০২২ | ০৮:২৫ | আপডেট: ১৭ মে ২০২২ | ০৮:২৫
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবদুস সালাম দেওয়ানের ওপর হামলা করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আরও এক নেতা। মঙ্গলবার বিকেলে উপজেলার চরখাজুরিয়া খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে। আবদুস সালাম দড়িচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
আবদুস সালাম দাবি করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব হোসেন জাহাঙ্গীরের নেতৃত্বে এ হামলা হয়েছে। তিনি জানান, খেয়াঘাটে ট্রলারে ওঠার পর ১০-১২ জন তাকে মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেকও আহত হন।
হামলার বিষয়ে মোতালেব হোসেন জাহাঙ্গীর বলেন, তিনি মামলার হাজিরা দিতে বরিশাল গিয়েছিলেন। হামলার ব্যাপারে কিছুই জানেন না তিনি। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- হামলা
- আহত
- ছিনতাই