ভুট্টা চুরির অপবাদ: নির্যাতনে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২২ | ১০:০২ | আপডেট: ১৭ মে ২০২২ | ১০:০২
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা চুরির অপবাদ দিয়ে নজরুল ইসলাম (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে নির্যাতনের পর তার মৃত্যু হয়েছে। গত শুক্রবার মারধর ও নির্যাতনের ঘটনা ঘটলেও সোমবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নজরুল মারা যান। এদিন বিকেলে ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের বিচারের দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। অভিযুক্ত ইয়াসিন ঘটনার পর থেকে পলাতক।
এদিকে নজরুলের মৃত্যুতে বিকেলে ৪টা থেকে ৬টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী বাজারে সড়ক অবরোধ করেন এলাকাবাসী।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, নিহত নজরুল ইসলামের মরদেহ সোমবার দুপুরে তার বাড়িতে আনা হয়। এ সময় এলাকাবাসী অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে ঝাড়বাড়ী বাজারে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দায়ের করা অভিযোগটি তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- দিনাজপুর
- চুরির অপবাদ
- নির্যাতন
- রংপুর