বরগুনায় অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই

আরও দুইবার এই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২২ | ২০:৫৪ | আপডেট: ১৭ মে ২০২২ | ২০:৫৪
বরগুনা পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা এবং কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মার্কেটের একটি জাল ও সুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করেছেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে। কতগুলো দোকান অথবা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, একই মার্কেটে ২০১৬ সালে একবার এবং তারও আগে একবার আগুন লেগেছিল।
- বিষয় :
- বরগুনা
- অগ্নিকাণ্ড
- ভস্মীভূত