কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নুর ওয়্যার ফ্যাশন লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে/ ছবি- সমকাল
কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২২ | ২৩:১১ | আপডেট: ১৭ মে ২০২২ | ২৩:১১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নুর ওয়্যার ফ্যাশন লিমিটেড নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পোশাক কারখানাটির পঞ্চম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছেন।
তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
- বিষয় :
- গাজীপুর
- আগুন
- গার্মেন্টস
- ঢাকা
- কালিয়াকৈর