ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

পরিত্যক্ত টয়লেটে পড়ে ছিল যুবকের লাশ

পরিত্যক্ত টয়লেটে পড়ে ছিল যুবকের লাশ

পরিত্যক্ত এই টয়লেট থেকে মনোয়ারের লাশ উদ্ধার করা হয়েছে -সমকাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:০৬

বগুড়ার আদমদীঘিতে মনোয়ার হোসেন (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে উপজেলার বড়আখিড়া নিমতলা নুর ইসলামের চাতালের পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মনোয়ার হোসেন আদমদীঘির জাহানাবাজ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, সোমবার সকালে আদমদীঘি উপজেলার বড়আখিড়া নিমতলা এলাকার নুর ইসলামের চাতালের পাশে পরিত্যক্ত একটি টিনসেড টয়লেটের ভিতর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। স্থানীয়রা সেখানে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, মনোয়ার হেসেন মাদকাসক্ত ছিলেন। তার লাশের পাশে নেশা জাতীয় প্যান্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। 

আরও পড়ুন

×