ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

পায়রা বিদ্যুৎকেন্দ্রে কোয়ারেন্টাইন অবস্থায় ২০ চীনা

পায়রা বিদ্যুৎকেন্দ্রে কোয়ারেন্টাইন অবস্থায় ২০ চীনা

ফাইল ছবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১৪ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৩৮

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০ চীনাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অতি সম্প্রতি তারা চীন থেকে বাংলাদেশে ফিরেছেন। বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে তাদের আলাদা স্থানে সঙ্গরোধ করে (কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। 

করোনাভাইরাসের সংক্রমণ আছে কিনা তা নিশ্চিত হতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪ দিন বিশেষ পর্যবেক্ষণে থাকার পর তারা কাজে যোগ দিতে পারবেন। এখন পর্যন্ত তারা সবাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।

কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারসহ বিদ্যুৎকেন্দ্রের বিশেষ মেডিকেল টিম তাদের চেকআপ করছেন। ডা. চিন্ময় হাওলাদার জানান, ২০ চীনা নাগরিকের মধ্যে ১৭ জন ৩০ জানুয়ারি, একজন ২৬ জানুয়ারি এবং দু'জন ২৩ জানুয়ারি বাংলাদেশে এসেছেন। পর্যবেক্ষণে থাকা এসব চীনা নাগরিকের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ এখনও পর্যন্ত দেখা যায়নি। তারা সবাই সুস্থ রয়েছেন। শঙ্কার কিছু নেই।


আরও পড়ুন

×