সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগ
শীতবস্ত্র পেয়ে শিশুদের মুখে উষ্ণ হাসি

সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে গরম কাপড় পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা- সমকাল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৩৭
রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। শহরের শ্রমজীবী মানুষের সন্তানরা পড়াশোনা করে এ বিদ্যালয়ে। যাদের বেশিরভাগই গরিব ও হতদরিদ্র।
সোমবার সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে এই বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে কম্বল ও সোয়েটার। শীতবস্ত্র পেয়ে তাদের মুখে ছিল উষ্ণ হাসি। চতুর্থ শ্রেণির ছাত্রী শাবনুরের বাবা নেই। মা কাজ করেন অন্যের বাড়িতে। কম্বল পেয়ে দারুণ খুশি সে। শাবনুরের মতো খুশি মোহনা, সাথীরাও। মহতী এ কাজে সহযোগিতা করেছে আল-খায়ের ফাউন্ডেশন, শারমিন গ্রুপ ও লাবিব গ্রুপ।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতী রানী সরকার, সহকারী শিক্ষক আবদুল আলিম বিশ্বাস, শাম্মী আক্তার, রাজবাড়ী বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক আশিফ মাহমুদ, উন্নয়ন কর্মী ফয়েজুল হক কল্লোল, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহসভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক নাসির খান, সমাজকল্যাণ সম্পাদক সৌরভ বিশ্বাস, সহপ্রচার সম্পাদক রবিউল রবি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
প্রধান অতিথি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, সমকাল শুধু সংবাদ পরিবেশনই তাদের দায়িত্ব বলে মনে করে না। সমাজের অবহেলিত মানুষের জন্যও তারা নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। যত বেশি প্রতিষ্ঠান এ ধরনের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসবে, গরিব মানুষ তত বেশি উপকৃত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতী রানী সরকার বলেন, আমাদের বিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র-ছাত্রীর অভিভাবক গরিব। তীব্র এই শীতের মধ্যে কম্বল ও সোয়েটার পেয়ে তারা অনেক উপকৃত হয়েছে। আমরা সমকালকে ধন্যবাদ জানাই। যারা সহযোগিতার হাত বাড়িয়েছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
- বিষয় :
- সমকাল সুহৃদ সমাবেশ
- শীতবস্ত্র বিতরণ
- রাজবাড়ী