ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মায়েরও মৃত্যু

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪৮
বগুড়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মায়েরও মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলার কাহালু উপজেলার কাহালু রেলস্টেশনের অদূরে বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম (৫২) ও তার ছেলে রাজ বাবু (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফেলানী বেগম রেলস্টেশনের অদূরে বটতলায় রেললাইন সংলগ্ন ফুটপাতে খাবার বিক্রি করতেন। সোমবার দুপুর ২টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে পৌঁছায়। ওই সময় ফেলানী বেগমের ছেলে রাজ বাবু আত্মহত্যার উদ্দেশে ট্রেনের নিচে ঝাঁপ দেন। তখন ফেলানী বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় তিনিও ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, দু'জনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কি কারণে রাজ বাবু আত্মহত্যা করতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিল তা জানা যায়নি।