ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সাংবাদিকদের সন্ত্রাসী-কাফের বললেন মাওলানা কাসেমী

সাংবাদিকদের সন্ত্রাসী-কাফের বললেন মাওলানা কাসেমী

জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:০৪

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সন্ত্রাসী, কাদিয়ানি (আহমদিয়া) ও কাফের আখ্যা দিয়েছেন জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুর রহীম কাসেমী। পাশাপাশি তিনি জেলা প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের নামেও কটূক্তি ও বিষোদ্গার করে তাকে বাড়িছাড়া করার হুমকি দেন।

গত শনিবার রাতে জেলা ঈদগাহ ময়দানে ওই মাদ্রাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের শেষ দিনে তিনি এই বিষোদ্গার করেন। এ ঘটনায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এতে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত জরুরি সভায় আবদুর রহীম কাসেমীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলার সাংবাদিকরা। একই সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এ সময় তারা গত রোববার আশুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইমাম ওলামা পরিষদের নেতাদের মারমুখী আচরণ ও হামলাচেষ্টারও নিন্দা জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা বক্তব্য দেন। সভায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবদুর রহীম কাসেমীর ওই মন্তব্য চরম ধৃষ্টতার শামিল। এজন্য তাকে প্রকাশ্যেই ক্ষমা চাইতে হবে।

গত ২০ জানুয়ারি 'এদারায়ে তালিমিয়া'র ব্যানারে ব্রাহ্মণবাড়িয়ায় কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা। পরদিন বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংবাদ প্রকাশিত না হওয়ায় রশিদুল ইসলামের সঙ্গে অশোভন আচরণ করেন ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এ ঘটনার পর প্রেসক্লাবে এক জরুরি সভায় জেলায় কর্তব্যরত সাংবাদিকরা জেলার সকল কওমি মাদ্রাসা ও হেফাজতে ইসলামের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়েই গত শনিবার রাতে মাহফিলে আবদুর রহীম কাসেমী ওই মন্তব্য করেন।

আরও পড়ুন

×