ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ভাইবোনদের ফাঁসাতে শিশু সন্তানকে হত্যা, পিতা আটক

ভাইবোনদের ফাঁসাতে শিশু সন্তানকে হত্যা, পিতা আটক

প্রতীকী ছবি

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:১৯

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইবোনদের ফাঁসাতে নিজের তিন মাসের শিশু সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিহত শিশু জান্নাতি আক্তারের পিতা আবুল কালাম সিকদারকে আটক করেছে পুলিশ।

গত রোববার সকালে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই শিশুর মা তানিয়া বেগম বাদী হয়ে পিতা আবুল কালামকে আসামি করে থানায় মামলা করেন।

জানা গেছে, পৈতৃক জমি বণ্টন ও গাছ বিক্রি নিয়ে রোববার সকালে কালামের সঙ্গে তার ভাই আফজালসহ অপর ভাইবোনের মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে কালাম দৌড়ে তার বসতঘরে ঢুকে খাটে থাকা তার সন্তান জান্নাতিকে ধরে আছাড় মারে। ব্যথায় চিৎকার দিলে ফের ঘরের খুঁটির সঙ্গে আছাড় দিলে জান্নাতি জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তার সন্তানকে আফজাল সিকদার পিটিয়ে খুন করেছে বলে প্রচার করে কালাম। পরে স্বজনরা জান্নাতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, রাতে ঘাতক পিতা আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে সে।

আরও পড়ুন

×