ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর লাশ

দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ২২:১৪
ঢাকার দোহার উপজেলায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রায়পাড়া ইউনিয়নের বৌ-বাজার সনটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম বিথি আক্তার(২৫)। তার বাবার বাড়ি উপজেলার লটাখোলা এলাকায়।
পুলিশ জানায়, বিথির শ্বশুরবাড়ির লোকজন বলছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে বিথির ঘরের দরজা বন্ধ পায় বাড়ির লোকজন। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। এরপর তারা লাশটি নিচে নামিয়ে থানায় খবর দেয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে পুলিশ গিয়ে লাশটি থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, বিথির স্বামী সৌদিপ্রবাসী মো. মিন্টু কিছুদিন আগে দেশে আসেন। বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে বিথির সম্পর্কের টানাপোড়েন চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি বিথিকে মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে দোহার থানার এসআই জুয়েল জানান, লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- দোহার