ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি

বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২২ | ০০:১২ | আপডেট: ০৭ জুলাই ২০২২ | ০০:১২

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে এলেঙ্গা থেকে টাঙ্গাইল শহর বাইপাস রাবনা পর্যন্ত ৮ কিলোমিটার মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। অতিরিক্ত গাড়ির চাপের কারণে থেমে থেমে যানবাহন চলছে। এতে করে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বৃহস্পতিবার ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলছে।

টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক এরশাজুল হক জানান, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধ সেতু পর্যন্ত দুই লেনে যানবাহন ঢুকতে গিয়ে বাধার মুখে পড়ছে। চার লেনে গাড়ি ৬০/৭০ কিলোমিটার গতিতে এসে এক লেনে যেতে হচ্ছে। এখানে কিছুক্ষণ আটকে থাকায় পেছনে যানবাহনে ও দীর্ঘ সারি হচ্ছে। এতে করে ৮/১০ কিলোমিটার রাস্তায় ধীরগতিতে যানবাহন চলছে। তবে কোনো যানজট নেই। তাছাড়া কোনো যানজট ছাড়াই গরুবাহী ট্রাক ঢাকায় যাচ্ছে। শুধু উত্তরবঙ্গগামী যানবাহন এই ৮ কিলোমিটারে ধীরগতিতে চলছে।

পুলিশ জানায়, মহাসড়কে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়ক একমুখী (ওয়ানওয়ে) করে দেওয়া হয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর লিংক রোড ব্যবহার করে এলেঙ্গা পর্যন্ত আসার ব্যবস্থা করা হয়েছে। মহাসড়কের ওই অংশটুকু সাধারণ যানবাহনের জন্য একমুখী করা হয়েছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক সরাসরি এলেঙ্গা হয়ে ঢাকা যাচ্ছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, গত ঈদের ন্যায় এবারও যানজট মুক্ত মহাসড়ক উপহার দেওয়ার লক্ষে  ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস সেতুর পূর্বপাপ্রান্ত গোলচত্বর থেকে গোবিন্দাসী এবং ভূঞাপুর হয়ে এলেঙ্গা চার লেনে এসে উঠছে। আর উত্তরাঞ্চল থেকে আসা গরুবাহী যানবাহন মহাসড়ক দিয়ে সরসরি ঢাকা যাচ্ছে।

আরও পড়ুন

×