মদনে শিক্ষানবিশ আইনজীবী খুন

হাফিজুল হক চৌধুরী
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২২ | ০৭:২১ | আপডেট: ০৭ জুলাই ২০২২ | ০৯:৩৬
নেত্রকোণার মদন উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে হাফিজুল হক চৌধুরী (৩৪) নামে এক শিক্ষানবিশ আইনজীবী খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুল ছালাকান্দা গ্রামের ফুল মিয়া চৌধুরীর ছেলে। তিনি ময়মনসিংহ জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হাফিজুলের বাবা ফুল মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের ফারুক মিয়ার কথা কাটাকাটি হয়। এরপর হাফিজুল মুতিয়াখালী বাজারের যাওয়ার পথে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উদ্ধার করে মদন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- নেত্রকোনা
- আইনজীবি খুন