ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বখাটের অত্যাচারে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

বখাটের অত্যাচারে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২২ | ১২:২৪ | আপডেট: ০৭ জুলাই ২০২২ | ১২:২৫

সাতক্ষীরার শ্যামনগরে এক স্কুলছাত্রী (১৪) সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী পল্লিতে এ ঘটনা ঘটে।

আল আমিন নামে স্থানীয় এক বখাটে গোপন ক্যামেরায় ধারণ করা মেয়েটির গোসলের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় সে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবারের দাবি।

মেয়েটির বাবা অভিযোগ করেন, বুধবার বিকেলে বখাটে আল আমিনের মা তাঁর মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে তার ছেলের বিরুদ্ধে করা যৌন হয়রানি মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। অন্যথায় তার ছেলের কাছে থাকা গোসলের আরও অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে সে হুমকি দেয়। এ সময় বাড়ি ফিরে শোবার ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। শব্দ পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে কথা বলার জন্য আল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার বাবা আফছার হোসেন জানান, ছবি ছড়িয়ে দেওয়ার সঙ্গে তার ছেলে জড়িত না।

তিনি বলেন, মেয়েটিকে তাঁর স্ত্রী কোনো হুমকি দেননি। বরং ক্ষমা চাওয়ার জন্য মেয়েটি নিজ থেকেই বুধবার বিকেলে তাঁর বাড়ি যায়।

মেয়েটিকে উত্ত্যক্তের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর। নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মেয়েটির পরিবার সাইবার ক্রাইম আইনে পৃথক মামলা করতে পারে।

আরও পড়ুন

×