সাঁথিয়া উচ্চ বিদ্যালয়ে যৌন হেনস্তা
দুই শিক্ষকের বিরুদ্ধে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

পাবনা অফিস ও সাঁথিয়া সংবাদদাতা
প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ০৮:৩৩ | আপডেট: ২৫ জুলাই ২০২২ | ০৮:৩৩
পাবনার সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হেনস্তার বিচারে দীর্ঘসূত্রতায় ফের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত বিজয় দেবনাথকে ভেতরে রেখে তাঁর কক্ষে তালা লাগিয়ে দেয় ছাত্রছাত্রীরা। পরে অন্য শিক্ষকদের অনুরোধে তালা খুললেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
শিক্ষার্থীরা জানান, ইউএনওর করা তদন্ত কমিটি ছাত্রীদের অভিযোগের সত্যতা পেয়েছে। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জুনের প্রথম সপ্তাহে দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সুপারিশ পাঠান ইউএনও। শিক্ষা অধিদপ্তর পুনরায় তদন্ত করে হেনস্তার প্রমাণ পাওয়ায় গত ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ পাঠায়। তবে এর পর এক মাস পার হলেও কোনো শাস্তি না হওয়ায় তারা আন্দোলনে নেমেছে।
সোমবার ওই দুই ছাত্রীর সাক্ষাৎকার নিতে স্কুলে যান জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন। তিনি স্কুল ত্যাগ করার পরপরই শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেয়। পরে দুই শিক্ষকের অপসারণ এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে মানববন্ধন করে তারা। সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ওই দুই শিক্ষককে স্কুলের আঙিনায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে আলটিমেটামও দিয়েছে তারা।