কীর্তনখোলার তীর থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০০:৫৯ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০০:৫৯
বরিশালে কীর্তনখোলা নদীর তীর থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বরিশাল সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান বলেন, বরিশাল নগরীর পলাশপুরের মোহাম্মদপুর-সংলগ্ন কীর্তনখোলা নদীতীরে আনুমানিক ২৫ বছর বয়সী এক তরুণীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
ওসি হাসানাত জামান বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি অর্ধগলিত ছিলে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- কীর্তনখোলা নদী