ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ঝরনা দেখে ফেরার পথে ঝরল ১১ প্রাণ

ঝরনা দেখে ফেরার পথে ঝরল ১১ প্রাণ

মহানগর প্রভাতী ট্রেনের সামনে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। সরিয়ে নেওয়া হচ্ছে হতাহতদের।

চট্টগ্রাম ব্যুরো ও মিরসরাই প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০২:১৯ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০৭:২১

চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হন। শুক্রবার দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, মাইক্রোবাসের আরোহীরা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় ১১ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন-সাগর, ইকবাল হোসেন মারুফ, আয়াতুল ইসলাম, জিয়াউল হক সজীব, রিদুয়ান চৌ, ওয়াহিদুল আলম জিসান, গোলাম মোস্তফা নিরু, মোহাম্মদ হাসান ও সাজ্জাদ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে আহতদের।

এদিকে ট্রেন দুর্ঘটনায় আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তারা হলেন- চট্টগ্রামের আকবর শাহ থানার সাং শেরশাহ কলোনির তৌকিদ ইবনে শাওন (২০),তছমির পাবেল (১৬), মোঃ মাহিম (১৮), মোঃ সৈকত (১৮), তানভীর হাসান হৃদয় (১৮) ও মোঃ ইমন (১৯)। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, মহানগর প্রভাতী ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার ঠেলে নিয়ে যায়।


রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, মহানগর প্রভাতী ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে ওঠে যায় মাইক্রোবাস। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেভেলক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাস লাইনে উঠলে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন

×