এবার পাহাড়তলীতে সেই ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০৭:২৭ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ১০:১১
যে ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসের ১১ পর্যটকের প্রাণ গেছে সেই একই ট্রেনে কাটা পড়ে চট্টগ্রামের পাহাড়তলীতে পিন্টু দাস (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পিন্টু নামে ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন। সে সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের সহকারি বাণিজ্যিক কর্মকর্তা ইতিধর ধর সমকালকে বলেন, 'মিরসরাইয়ের বড়তাকিয়ায় মহানগর প্রভাতীর সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে বেশ কয়েকজন লোক হতাহত হয়েছেন। দুর্ঘটনার পর রেললাইন থেকে মাইক্রোবাসটি সরিয়ে নেওয়ার পর সেই ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। এ ট্রেনটি নগরীর পাহাড়তলী পুলিশ বিট রেলগেইট এলাকায় পৌঁছলে অজ্ঞাত এক লোক ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। ফলে লোকটি ট্রেনে কাটা পড়েন।'
- বিষয় :
- চট্টগ্রাম
- পাহাড়তলী
- ট্রেনে কাটা পড়ে মৃত্যু