শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ১০:২৬ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ১০:২৬
করোনাকালের শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, চলতি সপ্তাহে মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ পরিকল্পনা অনুমোদন হলে বাস্তবায়ন শুরু হবে।
তিনি বলেন, করোনাকালের শিখন ঘাটতি নিয়ে গবেষণার ফলাফল হাতে এসেছে। এরপর বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িতদের সমন্বয়ে আমরা একটি পরিপূর্ণ পরিকল্পনা করেছি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন ঘাটতি রয়েছে, তা পূরণে এ পরিকল্পনার আলোকে কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরমেয়র জিল্লুর রহমান জুয়েল, পুনাক চাঁদপুরের সভানেত্রী আফসানা শর্মী প্রমুখ।
এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী। পরে তিনি জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
- বিষয় :
- করোনা
- শিখন ঘাটতি
- শিক্ষামন্ত্রী
- পরিকল্পনা