ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ১০:২৬ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ১০:৫৪

ভোলার চরফ্যাসনে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারেক নামে এক যুবকের বিরুদ্ধে। গত ২০ জুলাই চরফ্যাসন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সেলিম মিয়ার ভাড়াটিয়া গোডাউনে ধর্ষণের ঘটনা ঘটে- এমন অভিযোগে আজ শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণীর বড় বোন বাদী হয়ে ওই যুবককে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তারেককে গ্রেপ্তার করেছে।

তারেক চরফ্যাসন উপজেলার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের নাসির ভূইয়ার ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০ দিন আগে তারেকের সঙ্গে ভুক্তভোগী তরুণীর মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর ওই যুবক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোডাউনের তৃতীয় তলায় ডেকে নেন। এক পর্যায়ে ধর্ষণ করেন। এরপর তরুণীকে রেখে পালিয়ে যান তারেক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন, মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×