নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ২২:৪৪ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ২২:৪৪
নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় জরুরি মেরামতের জন্য আজ (শনিবার) প্রায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনে জরুরি মেরামতের জন্য শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদানাইল, পঞ্চবটি, ফতুল্লা পোস্ট অফিস থেকে ওয়াব্দারপু এলাকা পর্যন্ত রাস্তার দুপাশেই সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, একই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ রাখায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
- বিষয় :
- গ্যাস
- তিতাস
- ঢাকা
- নারায়ণগঞ্জ